ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাফ ডজন গোলের রোমাঞ্চকর ম্যাচে জামালকে রুখে দিল পুলিশ

প্রকাশিত: ২১:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২১

হাফ ডজন গোলের রোমাঞ্চকর ম্যাচে জামালকে রুখে দিল পুলিশ

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি বনাম বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের মধ্যকার ম্যাচটি দেখতে খুব বেশি দর্শক-ফুটবল অনুরাগী হাজির ছিলেন না। যদি থাকতেন, তাহলে তারা নিঃসন্দেহে উপভোগ করতে পারতেন একটি জমজমাট ও হাফ ডজন গোলের ম্যাচ। ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে। ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ছিল ২-২। পুলিশের আখমেদভ, ফ্রেডরিক পোদা ও জুয়েল এবং জামালের পা ওমর জোবে, ওটাবেক ও সলোমন কিং কানফর্ম একটি করে গোল করেন। ফেভারিট জামালকে বলা যায় রুখেই দিয়েছে পুলিশ। কেননা তারা ম্যাচে তিন-তিনবার পিছিয়ে পড়েও প্রতিবারই সমতায় ফিরেছিল। ফলে এই ড্র যেন পুলিশের জন্য জয়েরই সমতুল্য! এই ড্রতে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকলো তিনবারের চ্যাম্পিয়ন এবং বেঙ্গল ইয়োলোস খ্যাত জামাল। পক্ষান্তরে সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আগের মতোই আট নম্বরে আছে পুলিশ। এবারের ফেডারেশন কাপেও এই দুই দল একই গ্রুপে ছিল। মজার ব্যাপার হচ্ছে-গ্রুপ পর্বের সেই ম্যাচটিও ড্র হয়েছিল ২-২ গোলে। এ নিয়ে টানা পাঁচ ম্যাচ ধরে জয়হীন আছে সার্ভিসেস সংস্থা পুলিশ। আর জামাল এ নিয়ে টানা তিন ম্যাচে ড্র করলো। সোমবার খেলার শুরুতে দুই দল খেলে দুই রকম ফর্মেশনে। পুলিশ খেলে ৩-২-২-৩ এবং জামাল খেলে ৪-৩-৩ ফমের্শনে। সোমবার জামাল-পুলিশের ম্যাচটি ছিল দারুণ রোমাঞ্চকর। একবার গোল করে এগিয়ে গেছে জামাল, আবার গোল করে সমতায় ফিরেছে পুলিশ। তবে জামালের মতো শক্তিধর দলের বিপক্ষে বার বার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে এসে ১ পয়েন্ট ছিনিয়ে নেয়া ছিল পুলিশের জন্য কৃতিত্বের। রেফারি ভূবন মোহন তরফদার খেলা শেষের বাঁশি বাজালে জয়ের সমান ড্রর আনন্দ নিয়ে মাঠ ছাড়ে পাকির আলীর শিষ্যরা।
×