ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কানাডায় উদ্ভাবিত করোনার টিকার পরীক্ষামূলক প্রয়োগ

প্রকাশিত: ১৩:০৮, ২৮ জানুয়ারি ২০২১

কানাডায় উদ্ভাবিত করোনার টিকার পরীক্ষামূলক প্রয়োগ

অনলাইন ডেস্ক ॥ কানাডায় আরও একটি করোনা টিকার মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। কানাডায় উদ্ভাবিত এবং উৎপাদিত করোনার প্রথম টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হয়েছে । টরন্টোয় ৬০ জন স্বেচ্ছাসেবকের দেহে এই টিকা প্রয়োগ করা হয়েছে। টরন্টোভিত্তিক প্রভিডেন্স থেরাপিউটিকস বলেছে, তাদের এই টিকাটি অবিকল মডার্নার টিকার মতো, এমআরএনএ টিকা। এটি হচ্ছে এই টিকার প্রথম ধাপের পরীক্ষা। এর আগে কুইবেকভিত্তিক মেডিকাগোর টিকাটি তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। কার্যকর হলে প্রভিডেন্স তাদের টিকাটি ক্যালগেরিতে উৎপাদন করবে। তবে মেডিকাগোর টিকাটি উৎপাদিত হবে কানাডার বাইরে নর্থ ক্যারোলিনায়। কানাডা বর্তমানে ফাইজার এবং মডার্নার টিকা নাগরিকদের প্রয়োগ শুরু করেছে। মোট সাতটি কোম্পানির সঙ্গে ইতোমধ্যে দেশটির টিকা কেনার আগাম চুক্তি আছে। উল্লেখ্য, কানাডায় বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমান হারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যদিও সরকার কঠোরভবে করোনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। কানাডায় সরকারের দিকনির্দেশনার পাশাপাশি প্রতিরোধমূলক কর্মসূচিতে নাগরিকদের ভ্যাকসিন দেওয়াও শুরু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ২২৭ জন, মৃত্যুবরণ করেছেন ১৯ হাজার ৫৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৩ হাজার ৯৫১ জন।
×