ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোহামেডান-শেখ রাসেল লড়াই অমীমাংসিত

প্রকাশিত: ১৯:২১, ২৪ জানুয়ারি ২০২১

মোহামেডান-শেখ রাসেল লড়াই অমীমাংসিত

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে (বিপিএল) মিশন শুরু করেছিল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোট্ংি ক্লাব লিমিটেড। কিন্তু এই ধারা আর ধরে রাখতে পারেনি বিখ্যাত সাদা-কালো জার্সিধারীরা। সাইফ স্পোটিংয়ের কাছে ২-১ গোলে হারের পর নিজেদের তৃতীয় ম্যাচেও পয়েন্ট হারিয়েছে ব্রিটিশ কোচ শন লিনের দল। আজ বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রের সাথে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান স্পোটিং। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+১ মিনিট) পেনাল্টি থেকে মোহামেডানের হয়ে গোল করেন মালির স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতে। আর ৫৬ মিনিটে হেডে শেখ রাসেলকে সমতায় ফেরান জিয়াকার্লো লোপেজ রড্রিগুয়েজ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়েছিল মতিঝিল পাড়ার জায়ান্টরা। টানা দুই জয়ের পর পয়েন্ট হারিয়েছে শেখ রাসেল। ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করা কোচ সাইফুল বারী টিটুর শেখ রাসেল পরের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছিল ১-০ গোলে।
×