ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

Syeda Tahamina Akhter

ইংরেজির স্কুল ॥ Preposition

প্রকাশিত: ০১:১৫, ২৪ জানুয়ারি ২০২১

ইংরেজির স্কুল ॥ Preposition

B.A (Hons) In English Literature  M.A In English Literature  e-mail: [email protected] (পূর্ব প্রকাশের পর) 1.Non movement বা স্থিতি: মধ্যে=in/inside He is in the garden. She is inside the wall. এ=at He is at the school now. পাশে=by/beside He is by/beside me. নিচে=below/under He is below me in the class উপরে=on/above The fan is above my head. 2.Movement বা গতি: মধ্যেদিয়ে=through He ran through the garden. বাহিরে থেকে ভিতরে=into She went into the room. দিকে বা থেকে=ঃto/from He has come from Dhaka but I am going to Rajshahi. পাশ দিয়ে=by/past He walked by/past me. নিচ দিয়ে=under The cat went away under the table. উপর দিয়ে=over The cat jumped over the table. C. Relative Position বা আপেক্ষিক স্থিতি বুঝাতে: উপরে=above, নিচে=under/below পাশে=by/beside, সামনে=in front of, পিছনে=behind, চুড়ায়=on the top of, তলা ছুয়ে=beneath/underneath. The ball is on the top of the stick. The ball is beneath/underneath the stick. D. Resultative Meaning ফলাফল বুঝাতে: বিড়ালটি বেড়াটির ওপার চলে গেল। The cat has already been over the fence. E. Direction বা দিক বুঝাতে: অতিক্রম করে=beyon, পেছন দিকে=behind, বরাবর/ সোজা=along, উপরের দিকে=up, চারিদিকে=around, নিচের দিকে=down, দিকে/অভিমুখে=towards এ তার ক্ষমতার বাহিরে= This is beyond his capability. পেছনের দিকে তাকাও= Look behind yourself মসজিদের দিকে যাও= Go towards the mosque. F. Pervasive Meaning (ব্যপ্তিবোধক): তল বুঝাতে all over ব্যবহৃত হয়। যেমন: সারা পৃথিবীতে কুকুর পাওয়া। Dogs are found all over the country. ঘনক বুঝাতে all through ব্যবহৃত হয়। যেমন: সারা দেশে ম্যালেরিয়া দেখা দিয়েছে। Malaria has broken out all through the country. G. Relatio (সম্পর্ক): i. উপকরণ বস্তুগত, মানসিক প্রক্রিয়া বুঝালে রিঃয বসে। যেমন: ঐ লাঠিটা দিয়ে সাপটি মার। করষষ ঃKill the snake with that stick. আন্তরিকতার সাথে কাজটি কর। Do the work with sincerity. 2.. উপকরণ (অংগের নাম,যন্ত্রের নাম) রচয়িতার নাম যোগাযোগের মাধ্যম বা কাজের সম্পর্ক বুঝাতে নু ব্যবহৃত হয়। যেমন: ইহা হাতে তৈরী। It is made by hand. ঐ মেশিন দ্বারা উৎপাদন সম্ভব। Production is possible by that machine. এটি নজরুলের লেখা একটি কবিতা। It is poem by Nazrul. সে বাসে করে রংপুর গিয়াছে। ঝযব She has gone to Rangpur by bus. 3. কোন উপকরণের উপর ভর করে কিছু করা বুঝালে on বসে। যেমন: আমি পায়ে হেঁটে স্কুলে যাই। I go to school on foot. H. Purpose(উদ্দেশ্য): 1. উদ্দেশ্যে বা জন্যে অর্থ বুঝালে ভড়ৎ ব্যবহৃত হয়। যেমন: আমি আমার জন্য ফুলটি কিনেছি। I have bought the flower for myself. সে বাড়ীর উদ্দেশ্যে রওনা হল। He started for home. 2. কারো উদ্দেশ্যে বলা, পড়া, লেখা বা কিছু করা বুঝালে to ব্যবহৃত হয়। যেমন: আমাকে খবরটি পড়ে শোনাও। Read the news to me. বলটি আমার কাছে নিক্ষেপ কর। Throw the ball to me. 3. কাউকে উদ্দেশ্য করে কিছু বলা বা করা বুঝালে াবৎন এর সাথে ধঃ বা ধভঃবৎ বসে। যেমন: গরিব লোকটাকে দেখে ঠাট্টা করো না। Do not laugh at the poor. বিড়ালটি ইদুরটির পেছনে ছুটল। The cat ran after the rat. I. Source/Orgin (উৎস): তার কাছ থেকে কোন সাহায্য আসেনি No help has come from her. J. Goal/target (গন্তব্য): সে পাখিটা কে তাক করল। He aimed at the bird. সে বালকটিকে বকাঝকা করল। She shouted at the boy. Note: অপ্রিয় কোন উদ্দেশ্য বুঝাতে ধঃ বসে। এরুপ উদ্দেশ্য না হলে ঃড় বসে। সে চিৎকার করে কথা বলছিল যাতে বালকটি শুনতে পায়। He shouted to the boy. (উদ্দেশ্য তথ্য জ্ঞাপন, বকাঝকা নয়) সুমন আমাকে বলটি দিল।(উদ্দেশ্য পৌঁছে দেওয়া, আঘাত করা নয়) Sumon threw the ball to me. K. Ingredient(প্রস্তুতকারী উপাদান)nd Material (কাঁচামাল): এই পিঠা ডিম দিয়ে তৈরি ঞযব পধশব রং সধফব রিঃয বমম. এই ঝুড়িটি বাঁশ দিয়ে তৈরি ঞযরং নধংশবঃ রং সধফব ড়ভ নধসনড়ড়. এই কাগজ বাঁশ দিয়ে তৈরি ঞযরং ঢ়ধঢ়বৎ রং সধফব ভৎড়স
×