ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সালেহপুর সেতুতে ফাটল

মেরামতে সময় লাগবে তিন সপ্তাহ

প্রকাশিত: ২২:৩৭, ১৬ জানুয়ারি ২০২১

মেরামতে সময় লাগবে তিন সপ্তাহ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ জানুয়ারি ॥ ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজারে তুরাগ নদীর ওপর সালেহপুর সেতুর মেরামতের কাজ প্রায় তিন সপ্তাহের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এদিকে সেতুটির একটি লেন বন্ধ থাকায় শুক্রবারও যানজট অব্যাহত ছিল। জানা গেছে, গত বুধবার থেকে সাভারের আমিনবাজারের সালেহপুর সেতুটির ঢাকাগামী লেনের গার্ডারে ফাটল দেখা দেয়ায় ওই লেন দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে অপর লেনটি চালু রাখা হয়। এ কারণে সেতুর উভয়পাশে যানজটের তৈরি হলে ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ও যানজটের খবর পেয়ে অনেক যানবাহন বিকল্প পথে চলাচল করছে। ফলে এদিন যানজট কিছুটা কম ছিল। সেতুটি পরিদর্শন শেষে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন বলেন, সেতুটির দ্রুত মেরামত করে শনিবারের মধ্যে দু’পাশে যান চলাচলের জন্য উপযোগী করার চেষ্টা করা হবে। এছাড়া সম্পূর্ণ সেতুটি মেরামত করতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। উল্লেখ্য, নব্বইয়ের এর দশকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির আটটি গার্ডারের (ভিম) মধ্যে চারটিতে ফাটল ও এক পাশ দেবে গেছে।
×