ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভৈরবে ৪২ কোটি টাকা বিদ্যুত বিল বকেয়া ॥ মামলা

প্রকাশিত: ২১:২৫, ১৫ জানুয়ারি ২০২১

ভৈরবে ৪২ কোটি টাকা বিদ্যুত বিল বকেয়া ॥ মামলা

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৪ জানুয়ারি ॥ বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত ভৈরবের বিভিন্ন স্থানে বিদ্যুত বিভাগ অভিযান চালিয়ে বিদ্যুত উন্নয়ন বোর্ডের ৪২ কোটি টাকা বকেয়া বিদ্যুত বিল আদায় করতে ১৮ গ্রাহকের বিরুদ্ধে মামলা ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন বিদ্যুত বিভাগের ম্যাজিস্ট্রেট জেলা যুগ্ম জজ এএসএম রাজিবুল হাসান। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ ও বিদ্যুত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে ১৮ গ্রাহকের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে প্রায় ১০ লাখ টাকা আদায় করা হয়। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন ক্ষুদ্রশিল্প ও অটো গ্যারেজ মালিক। ভৈরব আবাসিক প্রকৌশলী আব্দুর রব, উপসহকারী প্রকৌশলী আশিকুজ্জামান, জাহিদ ইকবাল, শামীম আহমেদ আকন্দ ও সহকারী প্রকৌশলী মিনহাজুল ইসলাম অভিযানে অংশ নেন। আবাসিক প্রকৌশলী আব্দুর রব জানান, ভৈরবে যারা বকেয়া বিদ্যুত বিল নিয়মিত পরিশোধ করেননি এ রকম বকেয়া বিল রয়েছে প্রায় ৪২ কোটি টাকা। বকেয়া টাকা আদায় করতে ১৮ গ্রাহকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তিনি বলেন, বকেয়া আদায়ে মোট ১৮টি মামলা করা হয়েছে। এদের কাছেই মোট ৭৪ লাখ টাকা বকেয়া রয়েছে। অভিযান চলাকালে প্রায় ১০ লাখ টাকা বিল আদায় করা হয়েছে। বিদ্যুত ব্যবহারের ধরন আবাসিক ও বাণিজ্যিক দুটিই রয়েছে। এদের মধ্যে ক্ষুদ্রশিল্প ও অটো গ্যারেজ রয়েছে। বকেয়া বিদ্যুত বিল আদায়ে বিদ্যুত বিভাগের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।
×