ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ মুহূর্তে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ট্রাম্পের

প্রকাশিত: ১৫:১৮, ১৪ জানুয়ারি ২০২১

শেষ মুহূর্তে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ট্রাম্পের

অনলাইন ডেস্ক ॥ ক্ষমতা ছাড়ার মাত্র এক সপ্তাহ আগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার ইরানের দুটি ফাউন্ডেশন ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের ওপর এ নিষেধা আলোপ করে মার্কিন প্রশাসন দাবি করেছে, এ দুটি প্রতিষ্ঠান ইরানের অর্থনীতির বৃহৎ অংশের নিয়ন্ত্রণ করে থাকে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের যে দুটি ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তার একটি হচ্ছে ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর নির্দেশ বাস্তবায়নকারী সংস্থা এবং অপরটি আস্তান কুদস রাজাভি। এ সংস্থাটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা ইমাম রেজা হলেন শিয়া মুসলিমদের অষ্টম ইমাম। এদিকে ফাউন্ডেশন দুটির নেতা ও তাদের সহযোগীরাও নতুন মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। তাদের সম্পদ জব্দ করার পাশাপাশি যারা এসব ফাউন্ডেশনের সঙ্গে লেনদেন করতে তাদের ওপরও ভবিষ্যতে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
×