ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাবিবুর সভাপতি অপু সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ২১:১৯, ৩০ ডিসেম্বর ২০২০

হাবিবুর সভাপতি অপু সম্পাদক নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৯ ডিসেম্বর ॥ ভোলা প্রেসক্লাব নির্বাচনে এম হাবিবুর রহমান সভাপতি এবং অমিতাভ রায় অপু সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলা পরিষদ কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, সদস্য দোস্ত মাহমুদ সভাপতি ও সম্পাদকসহ ১১ জনকে বিজয়ী ঘোষণা করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অপর সদস্যরা হলেন জুন্নু রায়হান সহ-সভাপতি, হোসাইন সাদী সহ-স¤পাদক, এম হেলাল উদ্দিন কোষাধ্যক্ষ, এম ছিদ্দিকুল্লাহ দফতর স¤পাদক, কামরুল ইসলাম ক্রীড়া স¤পাদক, মোঃ তৈয়বুর রহমান সাংস্কৃতিক স¤পাদক, মোঃ মনিরুল ইসলাম পাঠাগার স¤পাদক, মোঃ নাছির লিটন এবং মেজবসহ উদ্দিন শিপু নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। আগামী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। বগুড়ায় বাজারে অগ্নিকাণ্ডে ১২ দোকান ছাই স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুরের বিনোদপুর বাজারে সোমবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। একটি দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। আগুনে পোড়া দোকানগুলো ছিল সার তেল বীজ মুদি কীটনাশক ইত্যাদি। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা খবর পেয়ে দ্রুত পৌঁছে দুই ঘণ্টায় আগুন নিভিয়ে ফেলে।
×