ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মোহাম্মদ জয়নাল আবেদীন প্রভাষক-হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা মোবাইল : ০১৯২৬২৬৯৯৪৯

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা - বিষয় ॥ হিসাববিজ্ঞান

প্রকাশিত: ২০:৫৫, ৭ ডিসেম্বর ২০২০

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা - বিষয় ॥ হিসাববিজ্ঞান

প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্রের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি কাজে আসবে। প্রশ্নঃ আমাদের দ্বারা ইস্যুকৃত ক্রেডিট নোট লিপিবদ্ধ হবে উত্তরঃ বিক্রয় হিসাবে। প্রশ্নঃ ক্রয় ফেরত/ বহিঃ ফেরত জাবেদার যোগফল স্থানান্তরিত হয় উত্তরঃ বহিঃফেরত হিসাবের ক্রেডিট পার্শ্বে। প্রশ্নঃ পণ্যকে বিক্রয়ের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে যে ব্যয় করা হয়, তা দেখান উচিত উত্তরঃ ক্রয়-বিক্রয় হিসাবে। প্রশ্নঃ খতিয়ান একটি উত্তরঃ সমস্ত হিসাবের রাজা। প্রশ্নঃ ক্রয় জাবেদার প্রতিটি এন্ট্রির জন্য উত্তরঃ একটি করে এন্ট্রির প্রয়োজন হয়- দেয় হিসাব খতিয়ানে। প্রশ্নঃ একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীসমূহে প্রাপ্ত সকল হিসাবসমূহ যে বহিতে পাওয়া যায় তা হলো উত্তরঃ সাধারণ খতিয়ান। প্রশ্নঃ কত সময়ের জন্য লাভক্ষতি হিসাব প্রস্তুত করা হয় উত্তরঃ যে কোন সময়কালের জন্য যা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হয়। প্রশ্নঃ গ্রাহকের নিকট থেকে স্বীকৃতি পেলে কোন বইতে লেখা হয় উত্তরঃ প্রাপ্যবিল বইতে। প্রশ্নঃ হিসাবচক্রের প্রথম ধাপ হচ্ছে উত্তরঃ জাবেদা। প্রশ্নঃ আয়বাচক হিসাবের ডেবিট উদ্বৃত্ত ঐ তারিখে নির্দেশ করে উত্তরঃ বকেয়া আয়কে (এটি কারবারের চলতি সম্পত্তি) প্রশ্নঃ ব্যয়বাচক হিসাবের ক্রেডিট জের ঐ তারিখে নির্দেশ করে উত্তরঃ বকেয়া ব্যয়কে (এটি কারবারের চলতি দায়) প্রশ্নঃ ব্যাংক হিসাবের ডেবিট জের ঐ তারিখে নির্দেশ করে উত্তরঃ ব্যাংক জমা (চলতি সম্পত্তি) ব্যাংক হিসাবের ক্রেডিট জের জমার অতিরিক্ত উত্তোলনকে নির্দেশ করে (চলতি দায়) প্রশ্নঃ লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে উত্তরঃ হিসাব বলে। প্রশ্নঃ রেওয়ামিলকে বলা হয় উত্তরঃ List of Accounts. প্রশ্নঃ আধুনিক হিসাবরক্ষণ পদ্ধতিতে লেখা হয় না উত্তরঃ ToI By. প্রশ্নঃ ডেবিট নোট/ দেনা চিঠা উত্তরঃ এ নোটে পণ্যের পরিমাণ, দর, মূল্য, প্রযোজ্য ব্যবসায়িক বাট্টা ইত্যাদি উল্লেখ করা হয়। এ নোট দেখে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়। প্রশ্নঃ ক্রেডিট নোট/ পাওনা চিঠা উত্তরঃ এ নোট দেখে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়। প্রশ্নঃ ভুল সংশোধনী দাখিলা ও বিপরীত দাখিলা দেওয়া হিসাবচক্রে উত্তরঃ বাধ্যতামূলক নয়। প্রশ্নঃ হিসাববিজ্ঞানের প্রবেশ দ্বার হচ্ছে উত্তরঃ জাবেদা। প্রশ্নঃ যে সকল লেনদেন বিশেষ জাবেদায় লিপিবদ্ধ হয় না সে সকল লেনদেন লিপিবদ্ধ করা হয় উত্তরঃ প্রকৃত / সাধারণ জাবেদায়। প্রশ্নঃ ক্রয়বই, বিক্রয়বই, (বিশেষ জাবেদা) হতে সহকারী। বিশেষ খতিয়ানে স্থানান্তর করা হয় উত্তরঃ প্রতিদিনে। প্রশ্নঃ ক্রয়বই, বিক্রয়বই, (বিশেষ জাবেদা) হতে সাধারণ খতিয়ানে স্থানান্তর করা হয় উত্তরঃ প্রতি মাসে। প্রশ্নঃ প্রারম্ভিক জের খতিয়ানের একই পৃষ্ঠার উপর হতে আনা হলে উত্তরঃ B/D হবে। প্রশ্নঃ সমাপনী জের খতিয়ানের একই পৃষ্ঠার নিচে নেওয়া হলে উত্তরঃ C/D শব্দ হবে। প্রশ্নঃ প্রারম্ভিক জের একই খতিয়ানের পূর্ববর্তী পৃষ্ঠা হতে আনা হলে উত্তরঃ B/O হবে। প্রশ্নঃ সমাপনী জের একই খতিয়ানের পরবর্তী পৃষ্ঠায় নেওয়া হলে উত্তরঃ C /O হবে। প্রশ্নঃ প্রারম্ভিক জের একই খতিয়ানের কয়েক পৃষ্ঠা পেছন হতে আনা হলে উত্তরঃ B/F হবে। প্রশ্নঃ সমাপনী জের একই খতিয়ানের সামনের কোন পৃষ্ঠায় নেওয়া হলে উত্তরঃ C/F হবে। প্রশ্নঃ একটি কোম্পানির নগদ ব্যালেন্স তাৎক্ষণিকভাবে বেড়ে যায় যখন উত্তরঃ প্রাপ্য বিলের মূল্য আদায় করে।
×