ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তুরস্কে ইস্তাম্বুল মেয়রের সঙ্গে গাজীপুর সিটি মেয়রের সাক্ষাৎ

প্রকাশিত: ১৩:২৪, ২ ডিসেম্বর ২০২০

তুরস্কে ইস্তাম্বুল মেয়রের সঙ্গে গাজীপুর সিটি মেয়রের সাক্ষাৎ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ তুরস্ক সফররত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সে দেশের ইস্তাম্বুল সিটি কর্পোরেশনের মেয়র ওমর এরিসয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দুই দেশের সিটি কর্পোরেশনের উন্নয়নে মত বিনিময় করেছেন। এ সময় মেয়র জাহাঙ্গীর আলম, ইস্তাম্বুল সিটি মেয়রের কাছে আধুনিক অবকাঠামো উন্নয়ন সম্পর্কে জানতে চাইলে মেয়র ওমর এরিসয় বলেন, এরদোয়ান সরকারের পৃষ্ঠপোষকতা ও এখানকার জনগনের সহযোগিতায় আধুনিক শহর গড়তে কোন বেগ পেতে হয়নি। ইস্তাম্বুলের উন্নয়নের সুফল এখন এখানকার প্রতিটি নাগরিক ভোগ করছে। বাংলাদেশের সিটি কর্পোরেশন গুলোর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামকে শহর করার পরিকল্পনার কথা উল্লেখ করে মেয়র জাহাঙ্গীর ইস্তাম্বুল মেয়রকে বলেন, রাজধানীর কাছের অঞ্চল গাজীপুর সিটির রাস্তা-ঘাট ও এর অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। আগামী দু'বছরের মধ্যে গাজীপুর সিটি বিশ্বের একটি অন্যতম আধুনিক শহরে পরিনত হবে। সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠানে সে দেশের সরকারের ইস্তাম্বুল সিটির রাজনৈতিক দল শাখার সভাপতি সেলামী দেলিবালজা উপস্থিত ছিলেন। সৌজন্যে সাক্ষাৎকালে ইস্তাম্বুল সিটির ক্রেস্ট উপহার দিয়ে মেয়র জাহাঙ্গীরকে স্বাগত জানান মেয়র ওমর এরিসয়।
×