ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আবারও নির্বাচনে লড়তে চান ট্রাম্প

প্রকাশিত: ১১:৪৮, ২ ডিসেম্বর ২০২০

আবারও নির্বাচনে লড়তে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ চলতি বছরের ৩ নবেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপুল ভোটের ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলেও ফল মেনে না নিয়ে নানা নাটকীয়তার জন্ম দেন তিনি। ভোটে অনিয়মের অভিযোগে বিভিন্ন রাজ্যে একের পর এক মামলা করেও ব্যর্থ তিনি। তারপরও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। তবে আনুষ্ঠানিক পরাজয় স্বীকার না করলেও ২০২৪ সালে অনুষ্টিতব্য আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান তিনি। তার এই সিদ্ধান্তের কথা বেশ কিছুদিন ধরেই অনেক গণমাধ্যম প্রতিবেদনে প্রকাশ করে আসছিল। সব শেষ ফক্স নিউজের প্রধান হোয়াইট হাউজ সংবাদদাতা জন রবার্টস ‘দ্য ডেইলি বিস্ট’ এর একটি প্রতিবেদনে নিশ্চিত করে বলেন, রুদ্ধদ্বার বৈঠকে গোপনে ট্রাম্প তার সহযোগীদের বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আগামী ২০ জানুয়ারি বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে এমনকি বাইডেনের অভিষেক চলাকালীন সময়েও তিনি এ ঘোষণা দিতে পারেন।
×