ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেনীর ধর্ষণ মামলার আসামির জামিনের বিষয়ে আদেশ সোমবার

প্রকাশিত: ১৬:২৩, ২৯ নভেম্বর ২০২০

ফেনীর ধর্ষণ মামলার আসামির জামিনের বিষয়ে আদেশ সোমবার

স্টাফ রিপোর্টার॥ ফেনীর ধর্ষণ মামলায় কারাগারে থাকা আসামির সঙ্গে ভুক্তভোগীর বিয়ের পর ওই আসামির জামিনের বিষয়ে আগামীকাল সোমবার আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামি জিয়া উদ্দিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। ফেনীর সোনাগাজীর ৮ নং চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চর দরবেশ গ্রামে গত ২৭ মে একই ঘর থেকে জহিরুল ইসলাম ওরফে জিয়া উদ্দিন ও অভিযোগকারী মেয়েটিকে আটক করে। স্থানীয়রা দু’জনকে বিয়ে দিতে চাইলে জিয়া ও তার বাবা আবু সুফিয়ান মেম্বার রাজি হননি। সেদিন মেয়েটি সোনাগাজী থানায় ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। বিচারিক আদালতে ব্যর্থ হয়ে জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন জিয়া। ১ নভেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আদেশ দেন যে, আসামি মেয়েটিকে বিয়ে করলে জামিনের বিষয়টি বিবেচনা করা হবে। ভুক্তভোগী মেয়েটির সম্মতি থাকার প্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন। ওই আদেশের পর ১৯ নভেম্বর ফেনীর কারাগারে জিয়ার সঙ্গে বিয়ে হয় মেয়েটির।
×