ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতা জহির হত্যায় মামলা ॥ গ্রেফতার এক

প্রকাশিত: ২০:৫১, ২৮ নভেম্বর ২০২০

যুবলীগ নেতা জহির হত্যায় মামলা ॥ গ্রেফতার এক

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ নবেম্বর ॥ বরুড়ায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এ মামলার এজাহারনামীয় আসামি ফারুককে গ্রেফতার করেছে। নিহতের ভাই জোবায়ের হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে বরুড়া থানায় মামলাটি দায়ের করেন। শুক্রবার ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হলে বিকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় সূত্র জানায়, বরুড়া উপজেলার জীবনপুর গ্রামের আবাদুল ইসলাম আবাদের সঙ্গে তার শ্যালক একই গ্রামের শিব্বির আহমেদের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার মারামারি ও সালিশ বৈঠক হলেও সুরাহা হয়নি। স্থানীয়দের অনুরোধে ওই বিরোধ মেটাতে বৃহস্পতিবার দুপুরে যুবলীগ নেতা জহির সেখানে যান। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে তিনি স্থানীয় একটি মার্কেটের দোকানে গিয়ে বসেন। এ সময় আবাদ, তার ছেলে মাসুদসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জহিরকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এসময় জহিরের সঙ্গী রানা ও সাদ্দাম হোসেনকেও জখম করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জহিরকে মৃত ঘোষণা করেন।
×