ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএলে সেরা হয়েও ওপেনিংয়ের সুযোগ পেলেন না রাহুল!

প্রকাশিত: ১৩:৫৩, ২৭ নভেম্বর ২০২০

আইপিএলে সেরা হয়েও ওপেনিংয়ের সুযোগ পেলেন না রাহুল!

অনলাইন ডেস্ক ॥ প্রায় আড়াই মাস দীর্ঘ সফরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে আগে ফিল্ডি দিয়েই শুরু হলো ভারতীয়দের সফর। এ ম্যাচের একাদশে নিজেদের সবশেষ দল থেকে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শের জায়গায় এসেছেন ইনজুরির কারণে শেষ ম্যাচ খেলতে না স্টিভেন স্মিথ। অন্যদিকে ভারতীয় দলে থাঙ্গারাসু নাটরাজনের অভিষেকের সম্ভাবনা থাকলেও অন্য তিন পেসারকে নিয়েই মাঠে নেমেছেন বিরাট কোহলিরা। তবে তারা চমক দিয়েছে ব্যাটিং লাইনআপে। দলের মধ্যে তিন ওপেনার থাকায় কপাল পুড়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুলের। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে কিংস এলেভেন পাঞ্জাবের হয়ে ইনিংস সূচনা করেছিলেন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রাহুল, মায়াঙ্কের ব্যাট থেকেও এসেছিল চারশ'র বেশি রান। নিয়মিতই পাঞ্জাবকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন এ দুজন। শেষমেশ জাতীয় দলের হিসেবে শিখর ধাওয়ানের উদ্বোধনী সঙ্গী হিসেবে বেছে নেয়া হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে। টসের সময় এটি স্পষ্টই বলে গেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। উইকেটরক্ষকের দায়িত্ব সামলে পরে মিডলঅর্ডারে ব্যাটিং করবেন লোকেশ রাহুল। ভারত একাদশ: শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, জাসপ্রিত বুমরাহ এবং ইয়ুজভেন্দ্র চাহাল। অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
×