ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহিলা ফুটবল লীগে এফসি উত্তরবঙ্গের জয়

প্রকাশিত: ২০:১২, ২৫ নভেম্বর ২০২০

মহিলা ফুটবল লীগে এফসি উত্তরবঙ্গের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলমান মহিলা ফুটবল লীগে বুধবার একটি খেলা অনুষ্ঠিত হয়। এতে জয় কুড়িয়ে নেয় এফসি উত্তরবঙ্গ। তারা ৩-১ গোলে হারায় কুমিল্লা ইউনাইটেডকে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল। কুমিল্লা ৩৫ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রাখতে পেরেছিল উত্তরবঙ্গকে। খেলার ৩৬ মিনিটে মিডফিল্ডার তনিমা বিশ্বাস গোল করলে এগিয়ে যায় উত্তরবঙ্গ (১-০)। ৫০ মিনিটে ডিফেন্ডার জয়নব বিবি রিটা গোল করলে ব্যবধান দ্বিগুণ করে উত্তরবঙ্গ (২-০)। এর ৪ মিনিট পরেই আবার একই দলের তনিমা নিজের দ্বিতীয় গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০ তে। চলতি লীগে এটা তনিমার ব্যক্তিগত সপ্তম গোল। ৬৪ মিনিটে বদলী মিডফিল্ডার কিটিং ত্রিপুরা একটি গোল শোধ করলে কুমিল্লা ব্যবধান কিছুটা কমিয়ে আনে (১-২)। কিন্তু বাকী সময়টাতে একাধিক আক্রমণ শাণিয়েও তারা আর সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত রেফারি খেলা শেষের বাাঁশি বাজালে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে এফসি উত্তরবঙ্গ। নিজেদের সপ্তম ম্যাচে এটা চতুর্থ জয় উত্তরবঙ্গের। ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। এক ধাপ উন্নতি হয়েছে তাদের। পেছনে ফেললো সমান পয়েন্ট পাওয়া কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকা জামালপুর কাচারিপাড়া একাদশকে। পক্ষান্তরে নিজেদের অষ্টম ম্যাচে এটা কুমিল্লার সপ্তম হার। মাত্র ১ পয়েন্ট নিয়ে তারা আছে ৭ দলের মধ্যে ছয় নম্বরে।
×