ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেডারেশন কাপ নারী হ্যান্ডবল প্রতিযোগিতা

প্রকাশিত: ১৯:৫৬, ২৫ নভেম্বর ২০২০

ফেডারেশন কাপ নারী হ্যান্ডবল প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী শনিবার থেকে ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে ফেডারেশন কাপ নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম আসর। দুটি গ্রুপে ভাগ হয়ে এই আসরে খেলবে ৮টি দল। এরা হলো : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ, জামালপুর স্পোর্টস একাডেমি, তেতুঁলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা। টুর্নামেন্টের বাজেট ৬ লাখ ২৫ হাজার টাকা। যার মধ্যে ওয়ালটন দেবে ৫ লাখ টাকা। বাকিটা ফেডারেশন ব্যং করবে। এ উপলক্ষে বুধবার প্রতিযোগিতার ভেন্যুতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার (ডন), পরিচালনা কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম, পরিচালনা কমিটির সম্পাদক সেলিম মিয়া বাবু এবং পরিচালনা কমিটির সহকারী সম্পাদক কামরুন নাহার আজাদ স্বপ্না।
×