ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করছে বিএনপি ॥ গয়েশ্বর

প্রকাশিত: ১৭:২১, ২৪ নভেম্বর ২০২০

গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করছে বিএনপি ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি এখন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিন শাখা আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বিএনপি সম্পর্কে দেয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে গয়েশ্বর রায় বলেন, বিএনপি নয় সরকারই দেশকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি নাকি ভেন্টিলেশন আছে, লাইফ সাপোর্টে আছে। বাস্তবে দেশটাকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে তারাই। গয়েশ্বর বলেন, দেশে যদি গণতন্ত্র ফিরে আসে তাহলে খালেদা জিয়া মুক্ত হবেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন। তারেক রহমান জেলঝুলুমকে ভয় পান না। কারণ, তাঁর বয়স যখন ১০ বছর যুদ্ধকালীন সেসময়ে তিনি তার মা খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানি মিলিটারি ক্যাম্পে বন্দী ছিলেন। তাই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই-সংগ্রামে অংশ নিতে হবে। গয়েশ্বর বলেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা। তাঁর ৩৬৫দিনের জন্মদিন পালন হচ্ছে মুজিব শতবার্ষিকী হিসেবে। এ জন্য ব্যাংক, বীমা, শিল্প-কল-কারখানা থেকে কত টাকা আদায় করা হয়েছে? আর কি পরিমান রাষ্ট্রীয় টাকা খরচ হইছে তার হিসাব নেই। সবগুলো যদি একখানে করা হয় তাহলে দেশের একবছরের বাজেটের টাকার সমান হবে। জন্মদিন পালন করতে গিয়ে অতি উৎসাহীরা শেখ মুজিবকে হেয় করছে। টিস্যুর মধ্যে শেখ মুজিবের ছবি ছাপাইতেছে। অথচ শেখ মুজিবের অবদানের জন্য দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সংগ্রমের ইতিহাসে একটা বিরাট অংশ তিনি দখল করে আছেন। তাঁর জন্য তার মেয়ের এতো কিছু করার দরকার নেই। আয়োজক সংগঠনের ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি কাজী মো. আমির খসরুর সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন- নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল প্রমুখ।
×