ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জনসংখ্যা বাড়াতে আর্থিক সহায়তা দেবে চীন

প্রকাশিত: ১১:৪১, ২৪ নভেম্বর ২০২০

জনসংখ্যা বাড়াতে আর্থিক সহায়তা দেবে চীন

অনলাইন ডেস্ক ॥ করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির মধ্যে এবার জনসংখ্যা বৃদ্ধির কৌশল নিয়ে কাজ করছে চীন। চীনা সরকারি সংবাদমাধ্যম জানাচ্ছে, বয়স্ক জনসংখ্যা বেড়ে যাওয়ায় শিশুদের জন্ম দেওয়ার বিষয়ে জোর দেওয়া হচ্ছে চীনে। সংবাদমাধ্যম চায়না ডেইলি’র প্রতিবেদনে অনুযায়ী, বর্তমানে চীন সেই দম্পতিদের আর্থিক সহায়তা দিতে চলেছে যারা আরও শিশুর জন্ম দিতে চলেছে। রয়টার্সের একটি রিপোর্টে বলা আছে, চীনা পপুলেশন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইউয়ান জানিয়েছে, জনসংখ্যা-সম্পর্কিত একটি উন্নত নীতি চালু করা হবে চীনে। ১৯৭৮ সালে চীন ‘এক বাচ্চা’র নীতি ঘোষণা করেছিল। এই নীতি লঙ্ঘনকারী দম্পতিদের জরিমানাও করা হয়। এমনকি তাদের চাকরিও কেড়ে নেওয়া হয়। গর্ভপাতও করা হয়েছিল প্রচুর পরিমাণে। সেই সময়, চীনের লক্ষ্য ছিল দেশের দারিদ্র্য হ্রাস করা। কারণ চীনে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। ২০১৫ সালে চীন এক্ষেত্রে ছাড় দিয়েছে।
×