ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে চার মাসে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ২০:০৯, ২৩ নভেম্বর ২০২০

শেয়ারবাজারে চার মাসে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে উভয় বাজারেই তারল্য সঙ্কট বেড়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের প্রতি বিনিয়োগকারীরা বেশি আগ্রহী হওয়ার কারণেই ডিএসইতে চার মাসের মধ্যে লেনদেন কমে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের সপ্তাহের ধারাবাহিকতায় রবিবার লেনদেনের শুরু থেকেই শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। প্রথম আধাঘণ্টার লেনদেনেই ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট পড়ে যায়। লেনদেনের শেষ দিকে পতনের মাত্রা বেড়ে যায়। ফলে দিনের লেনদেন শেষে বড় পতনে রূপ নেয় সূচক। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের শতভাগ দরপতনের দিনে বীমা খাতের কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। সকালে সূচকের ওঠানামার পর দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৫ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ১২৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্যসূচকের এই বড় পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৬৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। এর বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৯৪টি এবং ৮৫টির দাম অপরিবর্তিত রয়েছে। শেয়ারবাজারটিতে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮৫ কোটি ৩১ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৮৯ কোটি ৭৮ লাখ টাকা। শুধু আগের দিনের তুলনায় ডিএসইতে লেনদেন কমেনি। প্রায় চার মাস পর বাজারটিতে পাঁচ শ’ কোটি টাকার কম লেনদেন হয়েছে। এর আগে গত ২৯ জুলাই ডিএসইতে ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়। এরপর রবিবার আগে পাঁচ শ’ কোটির কম লেনদেন হয়নি। লেনদেন কমার দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা শেয়ার। কোম্পানিটির ৪৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ১২ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে।
×