ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘জেমস বন্ড’ শন কনারি আর নেই

প্রকাশিত: ১৯:৪০, ৩১ অক্টোবর ২০২০

‘জেমস বন্ড’ শন কনারি আর নেই

অনলাইন রিপোর্টার ॥ ঘুমের মধ্যে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেন জেমস বন্ডখ্যাত স্কটিস অভিনেতা স্যার থমাস শন কনারি (৯০)। এমন খবর আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করেছে তাঁর ছেলে জেসন কনারি। জেসন কনারির বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, শন কনারি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। মৃত্যুর সময় পরিবারের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন তাঁর পাশে। ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ডের সিরিজের নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন এই অভিনেতা। ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত মোট সাতটি বন্ড সিনেমায় অভিনয় করেন শন কনারি। ১৯৮৮ সালে তিনি ‘দ্য আনটাচেবল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি (অস্কার) পুরস্কার লাভ করেন। এ ছাড়াও মেরিন, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড, দ্য হান্ট ফর রেড অক্টোবর, ড্রাগনহার্ট, দ্য রক প্রভৃতি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।
×