ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৩, ৬ জুলাই ২০২৫

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি ইরান

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কড়া বার্তা দিলেন। তিনি বলেন, ইরান এখন পর্যন্ত আন্তর্জাতিক পরিদর্শকদের ঢুকতে দিচ্ছে না এবং তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি। শুক্রবার (৪ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, "আমি মনে করি ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে ব্যাহত হয়েছে। তবে তারা যদি নতুন স্থানে আবারও শুরু করে, সেটা হবে বড় সমস্যা।"

ট্রাম্প আরও জানান, তিনি সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন, যেখানে গাজা যুদ্ধবিরতি ইস্যুটিও আলোচনায় আসবে।

গত ২২ জুন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালায়। এতে নাটানজসহ তিনটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) তাদের পর্যবেক্ষক দল প্রত্যাহার করে নেয়।

IAEA-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, ইরানের সঙ্গে আবারো আলোচনা শুরু করা এবং পর্যবেক্ষণ কার্যক্রম পুনরায় শুরু করাই এখন তার প্রধান অগ্রাধিকার। তবে ইরান এখন সংস্থার ওপর প্রবল অনাস্থা প্রকাশ করেছে।

ইরান দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র শান্তিপূর্ণ বেসামরিক কাজে ব্যবহারের জন্য। কিন্তু আমেরিকা ও ইসরায়েল মনে করছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা ও IAEA এ পর্যন্ত এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ পায়নি।

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এরইমধ্যে IAEA-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন। এর আগে ইরানি পার্লামেন্ট একটি বিল পাশ করে যা এই সহযোগিতা বাতিলের পথ প্রশস্ত করে। এই বিল অনুযায়ী, যতক্ষণ না ইরানের পারমাণবিক স্থাপনাগুলির নিরাপত্তা এবং বিজ্ঞানীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, ততক্ষণ পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।

বিমান হামলায় কেন্দ্রগুলো ধ্বংস হলেও, এখন পর্যন্ত জানা যায়নি ইরানের মজুদকৃত ৯ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের কী পরিণতি হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র নির্মাণের মাত্রার (৯০ শতাংশ) কাছাকাছি।

ট্রাম্প বলেন, “আমি ইরানকে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেব না। ইরানি কর্মকর্তারা আমার সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছে।” তার মতে, ইরান যদি নতুন করে সমৃদ্ধকরণ শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও হস্তক্ষেপ করবে।

মুমু ২

আরো পড়ুন  

×