ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২ শিশু

প্রকাশিত: ১২:৩০, ৩১ অক্টোবর ২০২০

শরীয়তপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২ শিশু

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তায় বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ ব্যাক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। নিহত সায়েদ বেপারী (৩৫) একই উপজেলার চিতলিয়া ইউনিয়নের নয়াকান্দি দরিয়ালা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের শিশু পুত্র জাহিদুল ইসলাম (৮) ও অপর শিশু একই উপজেলার সুজন দোয়াল গ্রামের দেলোয়ার মাদবরের পুত্র সিহাব (৪) গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় ডোমসার উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল খেলার ম্যাচ শেষে পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলছিল। নিহত ব্যাক্তি ওই অনুষ্ঠানের পাশে রাস্তায় গ্যাসের সাহায্যে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন। হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে বিক্রেতার দেহ ছিন্নভিন্ন হয়ে ২০ ফুট দূরে ছিটকে পড়ে নিহত হয়। পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×