ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেলার মাঠেই চিরবিদায় নিলেন ক্রীড়া সাংবাদিক মোস্তাক

প্রকাশিত: ১৯:৪৬, ২৭ অক্টোবর ২০২০

খেলার মাঠেই চিরবিদায় নিলেন ক্রীড়া সাংবাদিক মোস্তাক

স্পোর্টস রিপোর্টার ॥ জীবনের খেলাঘর থেকে চিরবিদায় নিলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মোস্তাক আহমেদ খান। মঙ্গলবার দুপুরে (২৭ অক্টোবর) খেলার মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবার প্রিয় এই মানুষটি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মোস্তাকের মৃত্যুতে ক্রীড়া সাংবাদিকদের মধ্যে চলছে শোকের মাতম। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনসহ আরও অনেকে। মোস্তাক আহমেদ ছিলেন নিপাট একজন ভদ্রলোক। পেশায় ছিলেন ক্রীড়া সাংবাদিক; তেমনি নিজেও প্রায় সব ধরনের খেলা ভাল খেলতেন। যে কারণে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বার্ষিক ক্রীড়া আসর স্পোর্টস কার্নিভালে প্রতি বছর তিনি উৎসাহ নিয়ে খেলতেন। বেশ কয়েকটি ইভেন্টে সফল হয়ে সেরাদের কাতারেই থাকতেন। বছর ঘুরে মঙ্গলবার আবারও শুরু হয় বিএসপিএ’র খেলা। খেলায় অংশ নিতে মোস্তাক আহমেদ যান ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। সেখানে অংশ নেন ব্যাডমিন্টন একক ও দ্বৈতে। এককের ফাইনালে ওঠার পর বুকে ব্যথার কারণে প্রতিপক্ষকে ওয়াকওভার দেন। এরপর দ্বৈতে খেলা শুরু করেন এবং সেমিফাইনালে উঠেন। সেমিতে খেলার এক পর্যায়ে হঠাৎ করে বুকে হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন। এরপর সতীর্থরা তাঁকে সঙ্গে সঙ্গে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গতবছর মোস্তাক আহমেদ ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন ও দ্বৈতে রানার্সআপ হয়েছিলেন। এছাড়া সাঁতার ও শটপুটে হয়েছিলেন তৃতীয়। ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ মোস্তাক আহমেদের আকস্মিক মৃত্যুতে সতীর্থ সাংবাদিকরা কান্নায় ভেঙ্গে পড়েন। উৎসবের মেজাজ নিয়ে শুরু হওয়া স্পোর্টস কার্নিভালে মুহূর্তেই শোকের মাতম ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্পোর্টস কার্নিভাল স্থগিত করা হয়েছে। জানা গেছে, নিয়ম মেনে চলা মোস্তাক আহমেদ ডায়াবেটিস এবং লো প্রেসারে ভুগছিলেন। তিনি বিডি স্পোর্টস ডট কমে কাজ করতেন। পাশাপাশি ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) স্থায়ী সদস্য। রাতে যাত্রাবাড়ী ছনটেক জামে মসজিদে নামাজে জানাযা শেষে তাঁর মরদেহ কুমিল্লার নিজগ্রামে দাফন করা হবে।
×