ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিউক্লিয়ার রিএ্যাক্টর প্রেসার ভেসেল এখন পদ্মায়

প্রকাশিত: ১৮:২২, ২০ অক্টোবর ২০২০

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিউক্লিয়ার রিএ্যাক্টর প্রেসার ভেসেল এখন পদ্মায়

স্টাফ রিপোর্টার ॥ রূপপুর পারমাণকি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ইউনিটের মূল ইক্যুপমেন্ট নিউক্লিয়ার রিএ্যাক্টর প্রেসার ভেসেল এবং একটি স্টীম জেনারেটর মোংলা সমুদ্র বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছেছে। সমুদ্রপথে রাশান ফেডারেশনের ভলগা থেকে প্রায় ১৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মোংলা বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছেছে ভেসেল। মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ এ ইক্যুপমেন্ট রাশান ফেডারেশনের সমুদ্রগামী জাহাজ থেকে বাংলাদেশের স্থানীয় বিশেষ বার্জে স্থানান্তর করা হবে। আশা করা যায় আগামী ৫ নবেম্বর মোংলা বন্দর থেকে যাত্রা শুরু করে নদীপথে চাঁদপুর হয়ে আনুমানিক ২১ নবেম্বর পদ্মাপাড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় নবনির্মিত রূপপুর নৌ-বন্দরে পৌঁছাবে। জাতির পিতার স্বপ্নের বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যার সময়ে এ প্রকেল্পর অগ্রগতিতে রিএ্যাক্টর প্রেসার ভেসেল এবং স্টীম জেনারেটর চালান দেশে পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মাইল ফলক অর্জিত হলো। মন্ত্রনালয় বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিউক্লিয়ার রিএ্যাক্টর প্রেসার ভেসেল এবং স্টীম জেনারেটর এর মত বৃহৎ ইক্যুপমেন্টের চালান দেশে পৌঁছানোর ফলে এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের একটি যুগান্তকারী ঘটনা। এর মাধ্যমে বাঙালি জাতির দীর্ঘদিনের লালিত স্বপ্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাস্তবে রূপ নেয়ার পথে আরেকধাপ এগিয়ে গেল।
×