ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপাকে বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করতে হবে ॥ জি এম কাদের

প্রকাশিত: ০০:৫৫, ১৮ অক্টোবর ২০২০

জাপাকে বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করতে হবে ॥ জি এম কাদের

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, ১৭ অক্টোবর ॥ দেশের অনেক নিবন্ধিত দল আছে কিন্তু সব দলের নাম মানুষ জানে না। দল বলতে আওয়ামী লীগ, এর পর বিএনপি, তৃতীয় নম্বরে জাতীয় পার্টির নাম রয়েছে। এর পর কোন সংগঠনের কোন নেতাকর্মী তাদের খুঁজে পাবেন না। তিনটি দলের ওপরই নির্ভর করে দেশের আগামীদিনের রাজনীতি। শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলা ও পৌর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে পৌরসভার আমিনপুর মাঠে জাতীয় পার্টির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের (এমপি) এসব কথা বলেন। তিনি বলেন, দেশের তিনটি বৃহৎ দলের মধ্যে আওয়ামী লীগ র্দীঘদিন ক্ষমতায় আছে। র্দীঘদিন ক্ষমতায় থাকলে অনেক ভাল কাজে মনোযোগী হওয়া যায়। মানুষ ভাল কাজের চেয়ে মন্দ কাজ বেশি মনে রাখে। বড় দল হিসেবে আওয়ামী লীগেরও সমস্যা আছে। এর পর বিকল্প দল হিসেবে রয়েছে বিএনপি। যারা নানাবিধ সমস্যায় জর্জরিত। তাদের নেতা ও নেতৃত্বের ঘাটতি রয়েছে।
×