ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ ৬ জন আহত

প্রকাশিত: ১৮:০৩, ১৭ অক্টোবর ২০২০

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ ৬ জন আহত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বেরকাঠি গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি আদর্শের দেলোয়ার হাওলাদার ও তার বাহিনীর হামলায় এই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য আবুল হোসেন হাওলাদারসহ (৫০) ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে জাহাঙ্গীর হাওলাদারকে (৫৫) বরিশাল শেবাচিম হাসপাতাল ও অন্যদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য আবুল হোসেন দাবি করেছেন তাকে হত্যা করার জন্যই হামলা করা হয়েছিল তবে স্থানীয় লোকজন বাধা দেয়ায় তাদের উপরে ও হামলা চালানোর কারণে অন্যরা আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ইউনিয়নের বেরকাঠি বাজারে এ হামলা চালানো হয়। দেলোয়ার হাওলাদারের সাথে আবুল হোসেন হাওলাদারের এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এই বাজারে একটি দাওয়াতি অনুষ্ঠানে গেলে ইউপি সদস্যের উপর হামলা চালানো হয়। হামলাকারীদের আঘাতে জাহাঙ্গীর হাং (৫৫), মনির হাং (৪০), সাহাবুদ্দীন(৪০), আসলাম (২৮) ও রুবেল (৩৬) আহত হয়েছেন। একই দিন উত্তরকৃষ্ণকাঠি গ্রামের হাওলাদার (২০) জমিজমা নিয়ে পূর্ব বিরোধের কারনে প্রতিবেশি তৈয়বালির হামলায় আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়। শামীম হাওলাদার উত্তরকৃষ্ণকাঠি গ্রামের ছালেক হাওলাদারের পুত্র।
×