ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইটি ডট কম ডেস্ক

ট্রাম্প মন্তব্য নিষিদ্ধ টুইটারে

প্রকাশিত: ২১:৩৬, ১৭ অক্টোবর ২০২০

ট্রাম্প মন্তব্য নিষিদ্ধ টুইটারে

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী মাসেই। ঠিক এ রকম একটি সময়ে টুইটার জানিয়েছে, কারও মৃত্যু প্রত্যাশা করে টুইট করলেই ব্যবস্থা নেবে তারা। এ ব্যাপারে রাতারাতি নতুন করে কোন নিয়ম তৈরি করেনি মাইক্রোব্লগিং সাইটখ্যাত প্ল্যাটফর্মটি। গত এপ্রিল থেকেই এ ধরনের একটি নিয়ম রয়েছে টুইটারে। ‘হয়রানিমূলক আচরণ’ শীর্ষক ওই নিয়মের বরাত দিয়ে টুইটার জানিয়েছে, খোলাখুলিভাবে কোন ব্যক্তির মৃত্যু কামনা করে টুইট করলে ওই টুইট ‘মুছে দেয়া হবে’, এবং যারা টুইট করছেন তাদের এ্যাকাউন্ট ‘রিড অনলি মোড’ করে দেয়া হবে। ‘কনটেন্টে কারও মৃত্যু, গুরুতর শারীরিক ক্ষতি বা অন্য কোন প্রাণঘাতী রোগের আশা, প্রত্যাশা ব্যক্ত করা হলে, তা আমাদের নিয়মবিরোধী হবে।’ এক বিবৃতিতে বলেছে টুইটার। এক প্রতিবেদনে আমেরিকান-কানাডিয়ান ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ভাইস জানিয়েছে, ট্রাম্পের মৃত্যু কামনা করে টুইট করলেই টুইটারের নিয়মের আওতায় পড়বেন ব্যবহারকারীরা। ভাইস আরও লিখেছে, টুইটার প্রতিদ্বন্দ্বী ফেসবুকের বেলায় এ ঘটনাটি একটু অন্য রকম। তারকা ও খ্যাতনামা ব্যক্তিদের ভিন্নভাবে সেবা দেয় প্ল্যাটফর্মটি। আলোচনা গড়ে উঠতে দেয়ার খাতিরে একক ব্যক্তির মন্তুব্য বা পোস্ট নিয়ে মাথা ঘামায় না ফেসবুক, কিন্তু কোন তারকা বা খ্যাতনামা ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক কিছু লিখলে সে ব্যাপারে ব্যবস্থা নেয় তারা। এর অর্থ দাঁড়াচ্ছে, ফেসবুকে ট্রাম্পের মৃত্যু প্রত্যাশা করে পোস্ট দিতে পারবেন বা মন্তব্য করতে পারবেন ব্যবহারকারীরা। এ ধরনের পোস্ট বা মন্তব্যে ট্রাম্পকে ট্যাগ না করা হলে ব্যবস্থা নেবে না ফেসবুক। তবে, ট্রাম্পকে ‘উদ্দেশ্যমূলকভাবে মৃত্যু, গুরুতর অসুস্থতা, মহামারী বা অক্ষমতার’ দিকে ঠেলে দিতে পারে এমন পোস্ট ও মন্তব্য মুছে দেবে প্ল্যাটফর্মটি। সাধারণ মানুষ এবং তারকা ও খ্যাতনামা ব্যক্তিদের টুইটার আলাদা করে দেখে না বলেই উল্লেখ করেছে ভাইস। ট্রাম্পের বেলায় টুইটার ঠিক কী করবে সে ব্যাপারে প্ল্যাটফর্মটির কাছে জানতে চেয়েছিল ভাইস। টুইটার জানিয়েছে, ‘প্রতিটি টুইটের ক্ষেত্রে পদক্ষেপ নেয়া হবে না। আমরা ওই কনটেন্টগুলো সরিয়ে দেয়ার ব্যাপারে অগ্রাধিকার দেব, যেগুলোতে বাস্তব বিশ্বে ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে।’
×