ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, মানুষের দুর্ভোগ বাড়ছে

প্রকাশিত: ১৮:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২০

কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, মানুষের দুর্ভোগ বাড়ছে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তীত রয়েছে। ধরলা নদীর পানি আজ শনিবার সকালে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমোরসহ ১৬ নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ৫ম বারের মতো বন্যায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। ৪০৫টি চর-দ্বীচরের নিচু এলাকা দেড় শতাধিক গ্রাম প্লাবিত হযে পড়েছে। পানি বন্দি হয়েছে ৬০ হাজার মানুষ। টানা ৪দিন থেকে বৃষ্টির কারনে শ্রমজীবি বন্য কবলিত এসব মানুষ কাজ না পেয়ে এক প্রকার না খেয়ে দিন কাটাচ্ছে। গ্রামীন সড়ক গুলো ডুবে যাওয়ায মানুষজন নৌ ও ভেলায় চলাচল করছে। গবাদী পশু গুলো উচু বাঁধে আশ্রয় নিয়েছে। প্রায় ৫ হাজার হেক্টর আমন ও সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে। ধরলা অববাহিকার কয়েটি গ্রামে প্রবল স্রোতে ভেসে গেছে শতাধিক ঘর বাড়ি। প্রায় ৬৭টি পয়েন্টে ভাঙ্গন ধরেছে। ভাঙ্গন কবলিত এলাকাগুলোতে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করা হচ্ছে। ভাঙ্গনের কবলে পড়েছে বসতভিটা, স্কুল, রাস্তা ও বাঁধ।
×