ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটের বুড়িমারীতে যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ১৭:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২০

লালমনিরহাটের বুড়িমারীতে যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ আজ শনিবার দুপুর ১২ টায় জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলস্টেশন ছেড়ে আসা লালমনিরহাট রেল স্টেশনগামী কমুনিউটার যাত্রীবাহী ট্রেনটির সাথে পাথর বোঝাই ট্রাকের ঘুন্টি ঘর নামক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় যাত্রীবাহী ট্রেনের চালক জহুরুল ইসলামসহ কমপক্ষে ১০ জন ট্রেন যাত্রী আহত হয়েছে। সংর্ঘষের সময় বিকট শব্দ হয়। ট্রেন থেকে লাফিয়ে পড়ে যাত্রীরা আহত হয়। সংর্ঘষে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকের ক্ষতি হয়েছে। আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। ট্রাক চালক ও হেলপার পাথর বোঝাই ট্রেকটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা বুড়িমারী কমুনিউটার যাত্রীবাহি ট্রেনটি যাত্রী দুপুর ১২ টায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন গন্তব্যে দিকে ছেড়ে যায়। ওই সময় স্টেশনের প্রায় কয়েশত মিটার দূরে ঘুন্টি (৫৩৩/০ কিঃমিঃ) স্থানে একটি পাথর বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-২৪-১৬৬৬) সাথে ধাক্কা লাগে। সংর্ঘষে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও পাথর বোঝাই ট্রাক দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটায় পতিত ট্রাকটি রেখে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। যাত্রীবাহী ট্রেনের চালক জহুরুল ইসলামসহ যাত্রীবাহী ট্রেনের কম পক্ষে ১০ জন যাত্রী আহত হয়। বুড়িমারী স্টেশন মাস্টার মোকছেদ আলী জানান, দুর্ঘটনার কারণে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনের সামনের অংশে ক্ষতি হয়েছে। যার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। প্রায় আধঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।
×