ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশ ও কপিরাইট রেজিস্ট্রারের বৈঠক

প্রকাশিত: ২৩:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২০

কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশ ও কপিরাইট রেজিস্ট্রারের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ ২১ সেপ্টেম্বর ২০২০ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রারের বৈঠক। কণ্ঠশিল্পীরা তাদের কপিরাইট বিষয়ক নানা প্রশ্ন করেন রেজিস্ট্রারকে, রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী সেই সব প্রশ্নের উত্তর দেন। সর্বজন শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী নিয়াজ মোহাম্মাদ চৌধুরীর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাসান আবিদুর রেজা জুয়েল। সিঙ্গার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে বিভিন্ন দাবি নামা তুলে ধরেন সংগঠনের অপর যুগ্ম আহহ্বায়ক কুমার বিশ্বজিৎ। তিনি বলেন ‘সঙ্গীত শিল্পীদের স্বার্থ রক্ষায় এখনই সময় কপিরাইট আইনের যথাযথ সংস্কারের।’ ২০২০ এর সংশোধিত কপিরাইট আইনে সব শিল্পীদের অধিকার সংরক্ষণ করার দাবি জানান তিনি।
×