ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাদা বালির সৈকত!

প্রকাশিত: ২২:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২০

সাদা বালির সৈকত!

ইতালির প্রশাসন জানিয়েছে, এক ফরাসী পর্যটককে ১২০০ মার্কিন ডলার (১ হাজার ইউরো) জরিমানা করা হয়েছে। কারণ তিনি সৈকতের প্রায় চার পাউন্ড বালি নিয়ে যাচ্ছিলেন। ইতালির সার্ডিনিয়া সৈকতে একরকম সাদা বালি পাওয়া যায়। এতটাই সাদা যে দূর থেকে দেখলে মনে হবে সৈকতজুড়ে যেন তুষারপাত হয়েছে। স্মারক হিসেবে অনেকেই ওই বালি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। গত বছর আগস্টে একটি খবর সামনে আসে। সেখানে এক দম্পতি গাড়িতে করে প্রায় ৪০ কেজি সাদা বালি পাচারের চেষ্টা করছিলেন। তাদের পুলিশ গ্রেফতারও করে। ইন্টারনেটে বালি বিক্রির বিজ্ঞাপনও পাওয়া যায়। বালি চুরি রুখতে ২০১৭ সালে স্থানীয় একটি আইন প্রণয়ন করা হয় ইতালির ওই এলাকায়। সেখানে সার্ডিনিয়ার সাদা বালি নিয়ে যাওয়া বেআইনী বলে উল্লেখ করা হয়। বালির পরিমাণের ওপর ভিত্তি করে জেল ও জরিমানার বিধান রয়েছে আইনে। সম্প্রতি যে ফরাসী পর্যটককে বালি চুরির অপরাধে জরিমানার মুখে পড়তে হয়েছে, তিনি একটি বোতলে করে ৪ দশমিক ৪ পাউন্ড (প্রায় ২ কেজি) সার্ডিনিয়ার বালি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু বিমানবন্দরেই তিনি ধরা পড়ে যান। বাজেয়াফত করা হয়েছে সেই বালি। সার্ডিনিয়া ফরেস্ট রেঞ্জের এক কর্মকর্তা জানিয়েছেন, বছরে বালি ভর্তি এমন বেশ কয়েক বোতল তারা উদ্ধার করে থাকেন। -সিএনএন
×