ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কালকিনিতে কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়

প্রকাশিত: ২১:২৬, ১৭ সেপ্টেম্বর ২০২০

কালকিনিতে কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, ১৬ সেপ্টেম্বর ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয় ও ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এ্যান্ড কলেজে সরকারী নীতিমালা তোয়াক্কা না করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করছে। এতে বিপাকে পড়ছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। তারা তাদের ছেলেমেয়েকে কলেজে ভর্তি করাতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে করোনার মহামারীতে বিপর্যস্ত মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ অবস্থায় ছেলেমেয়েদের কলেজে ভর্তি করা নিয়ে পড়েছেন মহাসঙ্কটে। জানা গেছে, অনলাইনে আবেদনের ভিত্তিতে ফল প্রকাশের পর ১৪ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা মনোনীত কলেজে ভর্তি হতে পারবে। সে অনুযায়ী ১৪ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফী বাবদ মফস্বলে সর্বসাকুল্যে এক হাজার টাকা নেয়ার বিধান রয়েছে কলেজ কর্তৃপক্ষের। অথচ উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে সরকারী নীতিমালা না মেলে অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফী ১ হাজার, উন্নয়ন ফী ১ হাজার ৫শ’ ও রেড ক্রিসেন্ট ফি বাবদ ২৫ টাকাসহ মোট ২ হাজার ৫শ’ ২৫টাকা আদায় করছেন। একইভাবে উপজেলার ডাসার ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ২ হাজার ৫শ’ টাকা করে আদায় করছে। এ অবস্থায় ছেলেমেয়েদের কলেজে ভর্তি করা নিয়ে পড়েছেন মহাসঙ্কটে। অনেকে টাকার অভাবে ভর্তি হতে পারছে না। তাদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন গরিব অভিভাবকরা।
×