ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

প্রকাশিত: ১৭:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২০

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের চিরিরবন্দর ও বিরল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। আজ মঙ্গলবার সকালে চিরিরবন্দর উপজেলার হেলিপ্যাড এলাকা ও সকাল ১১টায় বিরল উপজেলার বাজনাহার নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের শাহাপাড়ার শামীম সরকারের স্ত্রী শাপলা খাতুন (৩৭) ও বিরল উপজেলার ভান্ডারা ইউপি'র ভারাডাঙ্গী গ্রামের মহির উদ্দীনের ছেলে জামাল উদ্দীন (৪০)। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার জানান, মঙ্গলবার সকালে স্ত্রী-সন্তানসহ শামীম সরকার মোটরসাইকেলযোগে চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট যাওয়ার সময় হেলিপ্যাড এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইট বোঝাই ট্রাক্টর তার মোটর সাইকেলটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তার স্ত্রী শাপলা খাতুন ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসিম হাবিব জানান, জামাল উদ্দীন মঙ্গলবার সকাল ১১টায় বিরল উপজেলা থেকে মোটরসাইকেলে বাজনাহার বাজারে যাওয়ার পথে, তনয় ইট ভাটার সামনে বিপরীত দিক থেকে আসা ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টায় জামাল উদ্দীন মারা যান। এ ব্যাপারে চিরিরবন্দর ও বিরল থানায় পৃথক দু’টি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
×