ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

করোনা উপসর্গে এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২৩:০৮, ৮ সেপ্টেম্বর ২০২০

করোনা উপসর্গে এক বৃদ্ধের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা উপসর্গ নিয়ে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্যদিকে লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশিষ্ট ব্যবসায়ী আহাদুর রহমান যতনের (৬৫) মৃত্যু হয়েছে। করোনার কারণে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন অনেককে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ১৬১ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সাতক্ষীরায় ॥ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৯০ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। মৃত ওই বৃদ্ধ হলেন, তালা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত একব্বর সরদারের ছেলে বাক্কার সরদার (৬০)।
×