ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোটি টাকার টেন্ডারে শিডিউল ফেলতে না পারার অভিযোগ

প্রকাশিত: ২৩:৫৪, ২ সেপ্টেম্বর ২০২০

কোটি টাকার টেন্ডারে শিডিউল ফেলতে না পারার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১ সেপ্টেম্বর ॥ জেলার বিএডিসিতে গম, ধান ও ভুট্টা বীজ পরিবহনে টেন্ডারে শিডিউল ফেলতে না পারার অভিযোগ উঠেছে। ১৮টি শিডিউল বিক্রি হলেও জমা পড়েছে মাত্র ৩টি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএসডিসি) ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ কেন্দ্রের এই শিডিউল ফেলার জন্য তিনটি নির্দিষ্ট স্থান নির্ধারিত ছিল। অভিযোগ উঠেছে কতিপয় এক নেতার বাহিনীর দাপটে শিডিউল জমার শেষ দিনে মঙ্গলবার কোন ঠিকাদারই দরপত্র ফেলতে পারেনি। বিএসডিসি সূত্রে জানা যায়, গম, ধান ও ভুট্টা বীজ পরিবহনে ১ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়। এর বিপরীতে এবার ১৮টি দরপত্র বিক্রি হয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত শিডিউল জমা পড়েছে মাত্র ৩টি। প্রতি বছরের মতো এবারও শিডিউল কিনে ফেলতে পারেনি ঠিকাদার মাহাবুব আলম, মোস্তফা কামাল, রবিন্দ্রনাথসহ কয়েকজন। তাদের অভিযোগ, সিন্ডিকেট বাহিনীর ভয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত শিডিউল ফেলা যায়নি। সিন্ডিকেট চক্রের ভয়ে তারা বাক্স পর্যন্ত যাওয়ার সাহস পাননি। ১১ বছর ধরে এভাবেই চলে আসছে, তাই অন্যরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ ঠিকাদারদের। এ ব্যাপারে বিএডিসি শিবগঞ্জ কেন্দ্রের উপপরিচালক (বীজ) তাজুল ইসলাম ভুঞা বলেন, শিডিউল ফেলতে পারেনি এমন অভিযোগ পাওয়া যায়নি।
×