ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্লাজমা দিতে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়ার ২০ পুলিশ সদস্য

প্রকাশিত: ১৭:৪৫, ৩০ আগস্ট ২০২০

প্লাজমা দিতে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়ার ২০ পুলিশ সদস্য

অনলাইন রিপোর্টার ॥ করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা দিতে ঢাকায় গেছেন ব্রাহ্মণবাড়িয়ার ২০ পুলিশ সদস্য। আজ রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা পুলিশ লাইনস থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশে রওনা দেন তারা। ‘করোনাজয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হোক পুলিশ-জনতার বন্ধন' এ স্লোগানকে সামনে রেখে অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন তাদের শুভেচ্ছা জানিয়ে বিদায় দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সাঈদসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন জানান, জেলা পুলিশের এ ২০ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন। এজন্য তাদের প্লাজমা দিতে ঢাকায় পাঠানো হয়েছে। প্লাজমা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এসে কাজে যোগ দেবেন তারা।
×