ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার সামগ্রী দিল দূতাবাস

প্রকাশিত: ০০:৪২, ২৯ আগস্ট ২০২০

সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার সামগ্রী দিল দূতাবাস

জনকণ্ঠ ডেস্ক ॥ বঙ্গবন্ধুর নাম সারাবিশ্বে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশের সব মিশন বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ফিলিপিন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মাদার তেরেসা প্রতিষ্ঠিত সংস্থা ‘মিশনারিজ অব দ্য চ্যারিটিজে’ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পড়াশোনার সামগ্রী দান করেছে। খবর ওয়েবসাইটের। শুক্রবার দূতাবাসে এসে সংস্থার সিস্টার মাদার ক্রিস্টাবেলা এই উপহার গ্রহণ করেন, যার মধ্যে ছিল স্কুল ব্যাগ, পানির বোতল ও অন্যান্য স্কুল সামগ্রী। সবগুলো উপহারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগো দেয়া আছে। এ বিষয়ে রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করেছি ও করছি এবং এই উপহার তারই অংশ। আমরা চাই বঙ্গবন্ধুর নাম সব জায়গায় ছড়িয়ে পড়ুক। যারা এই উপহার গ্রহণ করবে তাদের আত্মীয়রাও বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে পারবে বলে তিনি জানান।
×