ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় খালে বিষ দিয়ে মাছ শিকার ॥ আটক ১

প্রকাশিত: ০০:০১, ২৯ আগস্ট ২০২০

পাথরঘাটায় খালে বিষ দিয়ে মাছ শিকার ॥ আটক ১

সংবাদদাতা, পাথরঘাটা, ২৮ আগস্ট ॥ বরগুনার পাথরঘাটায় হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার করার সময় পান্না মিয়া নামের এক জেলেকে আটক করেছে গ্রামবাসীরা। তাকে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার সময় হরিণঘাটা বড় হোর নামের একটি খাল তাকে আটক করা হয়। ওই জেলের কাছ থেকে মাছ শিকারের বিষের বোতল ও বিষ দিয়ে শিকার করা মাছ উদ্ধার করা হয়েছে। হরিণঘাটা গ্রামের ছিদ্দিক দফাদারের ছেলে কালাম দফাদার জানান, এক মাস ধরে পান্না মিয়াসহ ১০/১২ জন হরিণঘাটা বনের বিভিন্ন খালে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে। এত করে মাছ ও বনের পশু-পাখি, হরিণ, শুকর ও গবাদি পশুসহ বন্যপ্রাণীরা ওই পানি খেয়ে মারা যায়। বনের পাশে বসতি লোকজন প্রশাসনের চাপের মুখে পড়ে। এ সময় গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে মৎস্য শিকারিদের ধরার জন্য বনে পাহারা বসায়। পরে গভীর রাতে যখন ৮/১০ জেলে খালের মধ্যে বিষ ছিটিয়ে মাছ ধরতে ছিল তখন গ্রামবাসীরা ধাওয়া করে একজনকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়।
×