ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কসমেটিকস টেম্পারিং চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৩, ২৮ আগস্ট ২০২০

কসমেটিকস টেম্পারিং চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ মেয়াদোত্তীর্ণ কসমেটিকস টেম্পারিং করে পুনরায় বাজারজাত করার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হচ্ছে এই চক্রের হোতা শংকর মণ্ডল (৩৪), হারুন অর রশিদ (৪৫), কর্মচারী সবুজ আহমেদ (৩০), মনিরুজ্জামান (২৩) ও বীরেশ্বর মণ্ডল (৩৬)। এসপিএস কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ বিদেশী সব ব্র্যান্ডের পণ্য জালিয়াতির মাধ্যমে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির এডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার। শেখ রেজাউল হায়দার জানান, রাজধানীর সাঈদ নগরে অভিযান চালিয়ে এসপিএস কর্পোরেশন প্রতিষ্ঠানটির প্রধান সুধীর ম-লের নিজস্ব পাঁচতলা ভবনের গুদাম হতে ইয়ার্ডলি লোশন, সাবান, পাউডার ও বডি স্প্রেসহ প্রায় ১০ কোটি টাকার পণ্য জব্দ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো দক্ষিণের একটি গোয়েন্দা দল। প্রসাধনীর গায়ে ম্যানুফ্যাকচারিং ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তনে ব্যবহৃত কেমিক্যাল, কালি ও একটি মেশিন জব্দসহ প্রতিষ্ঠানটির দুই ব্যবসায়িক অংশীদারসহ ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভাটারা (ডিএমপি) থানায় দায়ের করা একটি মামলা করা হয়।
×