ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় করোনা উপসর্গে বৃদ্ধসহ দুজনের মৃত্যু

প্রকাশিত: ২৩:০১, ২৬ আগস্ট ২০২০

সাতক্ষীরায় করোনা উপসর্গে বৃদ্ধসহ দুজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধসহ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় বগুড়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বগুড়ায় ৫৬ জন, গাইবান্ধায় ১০ জন, ঝালকাঠিতে ছয়জন, মাগুরায় চারজন, শেরপুরে তিনজন। সোমবার রাত ও মঙ্গলবার এসব তথ্য জানা গেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন তালা উপজেলার খলিলনগর গ্রামের মৃত শরিফ হোসেনের ছেলে বৃদ্ধ ঈমান আলী (৯০) ও সেনেরগাতি গ্রামের মৃত জিতেন্দ্র নাথের ছেলে প্রশান্ত নাথ (৪০)। মঙ্গলবার পর্যন্ত সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৮১ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৭ জন। যশোর ॥ আকিজ গ্রুপের অন্যতম পরিচালক, গোল্ডেন আকিজ ফুটওয়্যার ও দেশের অন্যতম রফতানিকারক প্রতিষ্ঠান এসএএফের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি শেখ মমিন উদ্দিন (৬৩) করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দেশের অন্যতম শিল্প গ্রুপ আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের দ্বিতীয় ছেলে। মঙ্গলবার সকাল ১০টায় অভয়নগরের নওয়াপাড়া বাজারে এসএএফের প্রতিষ্ঠানে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে খুলনার ফুলতলার বেজেরডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর তার পিতার পাশে দাফন করা হয়। জানা গেছে, রবিবার তার ফুসফুস ঠিকমতো কাজ করছিল না। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার মারা যান। বগুড়া ॥ বগুড়ায় গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার পর্যন্ত করোনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে ৩০৬ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের কোভিড পজিটিভ ফলাফল এসেছে। যে হার ১৮ দশমিক ৩০ শতাংশ। আক্রান্তদের মধ্যে বগুড়া সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ আছেন।
×