ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় অনুশীলন করবেন মুশফিক

প্রকাশিত: ২৩:৩৮, ২৫ আগস্ট ২০২০

বগুড়ায় অনুশীলন করবেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ কোরবানির আগে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে একক অনুশীলন করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এতদিন দেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই অনুশীলন করেছেন তিনি। তবে চলমান চতুর্থ ধাপে শেষ ৩ দিন নিজ শহর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঘাম ঝরাবেন তিনি। ঢাকায় চতুর্থ ধাপে শনিবার প্রথমদিনের অনুশীলন করেন মুশফিক। রবিবার অনুশীলনের বিরতির দিনেই নিজের জন্মস্থান বগুড়ায় যান তিনি। আজ থেকে জেলার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনে ঘাম ঝরাবেন দেশসেরা এই ব্যাটসম্যান। সেখানে অবশ্য জাতীয় পুরুষ দলের আর কোন ক্রিকেটার থাকবেন না অনুশীলনে। তাই নিজের মতো করে বেশি সময় ধরে অনুশীলনের সুযোগ পাবেন। তবে জাতীয় মহিলা ক্রিকেট দলের দুই তারকা থাকবেন একই মাঠে অনুশীলনে। অফস্পিনার খাদিজা-তুল-কুবরা এবং ব্যাটার শারমিন সুলতানা থাকবেন শহীদ চান্দুতে অনুশীলনে। এ মাঠে আজ থেকে টানা ৩ দিন বিসিবির সূচী অনুসারে বেলা ১২টা ১৫ থেকে দুপুর ২টা ১৫ পর্যন্ত ২ ঘণ্টা করে অনুশীলন করবেন মুশফিক। আর ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুশীলন করবেন কুবরা ও শারমিন।
×