ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুলনায় তিন খুন মামলার আসামিদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০০:০৪, ১৪ আগস্ট ২০২০

খুলনায় তিন খুন মামলার আসামিদের গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের ট্রিপল মার্ডারের ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী মোঃ জাকারিয়া ও তার ভাই মিল্টরসহ পলাতক আসামিদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে একই দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন মশিয়ালীবাসী। এছাড়া শুক্রবার বিকেলে এলাকায় বিক্ষোভ মিছিল করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মশিয়ালীতে সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহতের পরিবারের পক্ষে মাসুম বিল্লাহ। লিখিত বক্তব্যে তিনি মশিয়ালীর ট্রিপল হত্যাকা-ের অভিযুক্ত শেখ জাকারিয়া, মিল্টন, কবির, জিহাদ, জাহাঙ্গীর, মিঠু পারভেজ, আলমগীর মোরাদসহ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এলাকার চিহিৃত এই সন্ত্রাসীদের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ত্রাসীরা নিহতদের পরিবার এবং এলাকাবাসীর ওপর পুনরায় হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির পরিকল্পনা করছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ আবিদ হোসেন, মনিরুল ইসলাম, সরদার আঃ হামিদ, শিরিনা বেগম, তরিকুল ইসলাম, এসএম বকতিয়ার পারভেজ, রবিউল ইসলাম, রেজোয়ান আকুঞ্জি রাজা, আমিরুল ইসলাম, কেসমত আলী, মুজিবার রহমান, আঃ সালাম গাজী, ইউসুফ গাজী প্রমুখ। প্রসঙ্গত, গত ১৬ জুলাই রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে প্রভাবশালী জাকারিয়া-জাফরিনদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় আরও ১০ জন।
×