ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্রোতের দাপটে শিমুলিয়ার ২টি ফেরি ঘাট বিলীন

প্রকাশিত: ২০:৩০, ৮ আগস্ট ২০২০

স্রোতের দাপটে শিমুলিয়ার ২টি ফেরি ঘাট বিলীন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ পদ্মা নদীর স্রোতের দাপটে শিমুলিয়া ২টি ফেরি ঘাট বিলীন হয়ে গেছে। এদিকে ডুবোচরের কারণে বিকল্প চ্যানেলটি শুক্রবার সন্ধায় বন্ধ হয়ে যাওয়ায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল হুমকির মুখে পড়েছে। আজ শনিবার সকাল থেকে লৌহজং মূল চ্যানেল দিয়ে কোনো রকমভাবে ফেরি চলাচল করছে। বন্যার পানি কমতে থাকায় এই চ্যানেলমুখেও পলি জমে বিভিন্ন স্থানে ডুবোচর জেগে উঠছে। ক্রমাগত পানি কমতে থাকলে মূল চ্যানেলটিও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে বিআইডব্লিউটিসি‘র কাঁঠালবাড়ি ঘাটের কর্মকর্তারা। জুনের শেষ সপ্তাহে বন্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত ফেরি চলাচল করছে সীমিত আকারে। প্রায় দেড় মাস ধরে রাতে কোনো ফেরি চলাচল করতে পারছে না। দিনে সীমিত আকারে চলাচল করছে ৫ থেকে ৭/৮টি ফেরি। দুর্ঘটনা এড়াতে মাঝে মধ্যে দিনেও বন্ধ রাখা হচ্ছে। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ম্যানেজার আবদুল আলীম বলেন, শুক্রবার সন্ধায় বিকল্প চ্যানেলে একটি ফেরি ডুবোচরে আটকে যাওয়ায় ওই চ্যানেলটি এখন বন্ধ। শনিবার সকাল থেকে লৌহজং মূল চ্যানেল দিয়ে কোনো রকমভাবে ফেরি চলাচল করছে। বন্যার পানি কমতে থাকায় এই চ্যানেলমুখেও পলি জমে বিভিন্ন স্থানে ডুবোচর জেগে উঠেছে। ক্রমাগত পানি কমতে থাকলে মূল চ্যানেলটিও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ ৭টি ফেরি চালু রয়েছে। ফেরিতে যানবাহনের চেয়ে যাত্রী ও মটরসাইকেল পার করতে আমরা হাফিয়ে উঠেছি। শুক্রবার প্রায় ১৮‘শত মটরসাইকেল বুকিং হয়েছে। আজও দুপুর পর্যন্ত হাজার ছাড়িয়ে গেছে। শনিবার বিকেল পর্যন্ত এই ঘাটে তিন সাড়ে তিন‘শ ছোট যানবাহন আটকে আছে। তবে শিমুলিয়া ঘাটে যানবাহনের চাপ কম।
×