ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় করোনাকালে মানুষ চলাচল করছে ফ্রি-স্টাইলে

প্রকাশিত: ১৮:০৪, ২ আগস্ট ২০২০

কলাপাড়ায় করোনাকালে মানুষ চলাচল করছে ফ্রি-স্টাইলে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ায় করোনাকালীন স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করেই চলছে ঈদের উৎসব। হাট-বাজার, রাস্তাঘাট, হোটেল-রেস্তরা, শপিংমল সর্বত্র মাস্ক ছাড়াই চলাচল করছে মানুষ। ঈদের ভোঁজন। ফুটবল খেলা থেকে শুরু কওে সব চলছে ফ্রি-স্টাইলে। চায়ের দোকানে আড্ডা চলছে রীতিমতো। কোথাও স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। শতকরা ৮০ ভাগ মানুষকে মাস্ক ছাড়া চলাচল করতে দেখা গেছে। শহর কিংবা উপশহর এলাকায় দু/চারজনকে মাস্ক ব্যবহার করতে দেখা গেছে। তবে গ্রামে মাস্ক পরা লোক খুজে পাওয়া যায়নি। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে গ্রামের এমন দৃশ্য দেখা গেছে। যেন দেশ থেকে করোনা উধাও হয়ে গেছে; এমন মানসিকতা নিয়েই চলাচল করছে মানুষ। আর জীবানুনাশক স্প্রে করা তো ভুলে গেছে। রিক্সা, অটোবাইক, ভাড়াটে মোটর সাইকেল, মাহিন্দ্রা, বাস কেউ জীবানুনাশক স্প্রে ব্যবহার করছে না। এসব তদারকিতেও প্রশাসনিক কোন পদক্ষেপ দেখা যায়নি। সামাজিক দূরত্বের কোন বালাই নেই। ফলে করোনা সংক্রমনের প্রভাব আরও বাড়ার শঙ্কা রয়েছে।
×