ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিফার কাছে থেকে করোনা রিলিফ পাবে বাফুফে

প্রকাশিত: ২৩:৩৯, ৩১ জুলাই ২০২০

ফিফার কাছে থেকে করোনা রিলিফ পাবে বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত সদস্যভুক্ত দেশগুলোকে সহায়তা দিতে যাচ্ছে ফিফা। সেই সহায়তা পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। ফিফা সার্কুলার দিয়ে জানিয়ে দিয়েছে তাদের দেয়া অর্থ সহায়তা কোন কোন খাতে কতটা ব্যবহার করতে হবে। অর্থ পেতে কি কি তথ্য উপাত্ত দিয়ে আবেদন করতে হবে সেটিও জানানো হয়েছে। বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় সোহাগ জানিয়েছেন, ‘ফিফা কাউন্সিল কর্তৃক ২৫ জুন যে সিদ্ধান্ত হয়েছিল ফিফা তাদের সদস্যভুক্ত ২১১টি দেশকে ১.৫ বিলিয়ন ইউএস ডলার অর্থ সহায়তা দেবে। ফিফা সার্কুলার ১৭২৫-এর মাধ্যমে জানানো হয়েছে অর্থটা কোথায় কোথায় কিভাবে খরচ করতে হবে এবং অন্যান্য নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।’ তবে এই অর্থ হাতে আসতে বেশ কিছু নিয়ম-কানুন মানতে হবে বাফুফেকে। প্রয়োজনীয় কাগজপত্রসহ সববিষয় নিশ্চিত হবার পরই ফিফা তাদের সদস্য দেশগুলোকে সহায়তা দেবে। এ প্রসঙ্গে সোহাগ বলেন, ‘ফিফা জানিয়েছে ১ মিলিয়ন ইউএস ডলার প্রতি দেশকে দুই কিস্তিতে দেয়া হবে। প্রথম কিস্তির টাকা সঠিক নিয়মনীতি মেনে খরচ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হয়ে ফিফা দ্বিতীয় কিস্তির টাকাটা দেবে। তারা সর্বোচ্চ ৫ লাখ ডলার নারী ফুটবলের জন্য দেবে। কিন্তু সে বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, ডেভলপমেন্টের কাগজপত্র এবং আবেদনপত্র তাদের পাঠাতে হবে। কোভিড-১৯ সহায়তা সংক্রান্ত ফিফার যে নির্ধারিত কমিটি আছে তাদের অনুমোদন পাবার পর তাদের থেকে অর্থটা পাওয়া যাবে।’ তিনি আরও যোগ করেন, ‘প্রধান বিষয় খেলাধুলা আবার শুরু করা। সেক্ষেত্রে যে প্রোটোকলগুলো থাকে সেগুলো নিশ্চিতকরণের ক্ষেত্রে এ অর্থটা ব্যবহার করা যেতে পারে।
×