ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভর্তি জটিলতা ৬ আগস্টের মধ্যে নিরসন না হলে কঠোর আন্দোলন

প্রকাশিত: ২৩:৩২, ৩১ জুলাই ২০২০

ভর্তি জটিলতা ৬ আগস্টের মধ্যে নিরসন না হলে কঠোর আন্দোলন

জনকণ্ঠ ডেস্ক ॥ যেকোন বয়সের শিক্ষার্থীদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ রেখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রেক্ষিতে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা আগামী ৬ আগস্টের মধ্যে নিরসন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ)। বৃহস্পতিবার তেজগাঁয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও গ্লাস এ্যান্ড সিরামিক ইনস্টিটিউট সম্মুখ সড়কে বাকাছাপ আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি এ হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের আহ্বায়ক মোঃ মেহেদি হাসান, সদস্য সচিব মোঃ সাইফুল আলম মোল্লা ও গ্লাস এ্যান্ড সিরামিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটের বাকাছাপ নেতৃবৃন্দ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান খান, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাফিজ আহমেদ সিদ্দিক ও সাধারণ সম্পাদক এ এম জহিরুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি ৬ আগস্টের মধ্যে বাতিল করে ২০১৯ সালের ভর্তি নীতিমালা অনুযায়ী পুনঃভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি তুলে ধরে বাকাছাপের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে একটি ছাত্র প্রতিনিধিদল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের মাধ্যমে শিক্ষামন্ত্রীর সমীপে স্মারকলিপি প্রদান করেন।
×