ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মসলার দাম বাড়েনি

শেষ মুহূর্তে মুদিপণ্য কেনাকাটায় উপচেপড়া ভিড়

প্রকাশিত: ২৩:২৫, ৩১ জুলাই ২০২০

শেষ মুহূর্তে মুদিপণ্য কেনাকাটায় উপচেপড়া ভিড়

এম শাহজাহান ॥ ঈদের আগে শেষ মুহূর্তে মুদিপণ্যের কেনাকাটায় ক্রেতাদের উপচেপড়া ভিড় এখন রাজধানীর কাঁচা বাজারে। মসলা জাতীয় পণ্য বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা, গরম মসল্লা, সুগন্ধি চাল, সেমাই, চিনিসহ শাক-সবজি বিক্রি হচ্ছে দেদারছে। মাছ-মাংস ও ব্রয়লার মুরগিও চাহিদামতো কিনে নিচ্ছেন ভোক্তারা। গরম মসল্লাসহ বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা ও ফার্মের ডিম। এছাড়া চাল, ডাল, আটা ভোজ্যতেল, চিনি, সেমাই ও তরল দুধের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে, বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে পণ্যের চাহিদা বাড়লেও বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বরং কোরবানির সময় বেশি চাহিদার পণ্য পেঁয়াজ, রসুন ও ভোজ্যতেলের দাম নতুন করে আর বাড়েনি। পেঁয়াজের দাম স্থিতিশীল থাকায় খুশি সাধারণ ভোক্তারা। আগামীকাল কোরবানির মাংস রান্নায় সবচেয়ে বেশি ব্যবহার হবে এই পেঁয়াজ। এছাড়া অন্যান্য মসলাপাতির ব্যবহার সবচেয়ে বেশি হবে। বাজারে প্রতিকেজি দেশী পেঁয়াজ ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ আরও কমে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি। অথচ গত কয়েকমাস আগেও পেঁয়াজের ঝাঁজে অস্থির ছিল নিত্যপণ্যের বাজার। খিলগাঁও সিটি কর্পোরেশন বাজার থেকে নিত্যপণ্যের কেনাকাটা করছিলেন শাজাহানপুরের বাসিন্দা জলিল মিয়া। তিনি বলেন, পেঁয়াজসহ বাজারে বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। কোরবানির সময় পেঁয়াজের দাম বাড়েনি এটাই সবচেয়ে ভাল খবর। শুধু পেঁয়াজ কেন গরম মসল্লার দাম স্থিতিশীল রয়েছে।
×