ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিজেদের দুরবস্থার জন্য দায়ী ম্যানসিটিই!

প্রকাশিত: ১৯:০৩, ২৯ জুলাই ২০২০

নিজেদের দুরবস্থার জন্য দায়ী ম্যানসিটিই!

স্পোর্টস রিপোর্টার ॥ কোনোক্রমেই রেহাই পাচ্ছে না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। আর্থিক অনিয়মের দায়ে কঠিন শাস্তির মুখোমুখি হয়েছিল ক্লাবটি। আন্তর্জাতিক আদালতে আপিল করে ২ বছরের নিষেধাজ্ঞা থেকে রেহাই পেলেও, বড়সড় অংকের আর্থিক জরিমানার মুখোমুখি হতে হয় ইউরোপের অন্যতম ধনী ক্লাবটিকে। এবার আবারো তোপের মুখে পড়েছে ক্লাবটি। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আনা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত কাজ ব্যাহত হয়েছে। আর এজন্য দায়ী ম্যানচেস্টার সিটি। এমনটি উল্লেখ করে এবার রুল জারি করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। দুই সপ্তাহ আগে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রিপোর্টে উল্লেখ করা হয়, ম্যানচেস্টার সিটি তাদের বিরুদ্ধে আনা আর্থিক অনিয়মের ব্যাপারে তদন্ত কাজে কোনো রকম সহায়তা করেনি। তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে নিজেদের প্রমাণ করতে। আন্তর্জাতিক ক্রীড়া আদালত দ্বারা জারি করা ৯৩ পৃষ্ঠার এ রুলে উল্লেখ আছে, ম্যান সিটি শুরুতে তাদের তথ্য প্রমাণাদী আদালতে পেশ করেছে যা উয়েফার কাছে নেই। আর সিটির হয়ে এ বিষয়ে কথা বলতে নতুন স্বাক্ষীও জোগাড় করেছে সিটি কর্তৃপক্ষ। উল্লেখ্য, উয়েফার আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে ২ বছর সব রকম ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয় ম্যানচেস্টার সিটিকে। পরবর্তীতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করলে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়। তবে তদন্ত কাজে সহায়তা না করায় ক্লাব কর্তৃপক্ষকে ১০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে উয়েফা।
×