ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

করোনা পরিস্থিতিতে পোশাক খাতের জন্য প্রাইডসিসের সফটওয়্যার

প্রকাশিত: ১২:১৪, ২৪ জুলাই ২০২০

করোনা পরিস্থিতিতে পোশাক খাতের জন্য প্রাইডসিসের সফটওয়্যার

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের পরিস্থিতিতে ঝুঁকির মধ্যে পড়া পোশাক শিল্পখাতকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করছে দেশি ইআরপি সফটওয়্যার। করোনা পরিস্থিতিতে যখন অনেক প্রতিষ্ঠানের ক্রয়াদেশ বাতিলের মুখে পড়ে লোকসানের ঝুঁকি দেখা দেয় তখন সবচেয়ে ভালো সাপোর্ট দিয়েছে দেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান প্রাইডসিস। বাংলাদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান প্রাইডসিসের তৈরি পোশাক খাতের ইআরপি সফটওয়্যার ‘প্রাইডসিস ইআরপি’ এখন অনেক প্রতিষ্ঠানের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। পোশাক খাতের পূর্ণ ইআরপি সফটওয়্যার সেবার পাশাপাশি কাটিং ম্যানেজমেন্ট, প্রোডাকশন প্ল্যানিং, কাটিং এজ বিভিন্ন প্রযুক্তি ও সফটওয়্যার সেবা দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এআই, বিগডেটা, মেশিন লার্নিং, অ্যানালিটিকস, ডিজিটাল মার্কেটিংসহ সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন সেবাও এনেছে প্রাইডসিস। প্রাইডসিস আইটির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার ইকবাল বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে আমাদের লক্ষ্য ছিল মানসম্মত সফটওয়্যার পণ্য ও সেবা তৈরি করা। বিদেশি সফটওয়্যার থেকে নির্ভরতা কমিয়ে দেশীয় সফটওয়্যারের প্রতি আস্থা অর্জন এবং দেশের বাইরে বাংলাদেশি সফটওয়্যার রপ্তানি করা। কোভিড–১৯ পরিস্থিতিতে প্রাইডসিস তাদের কার্যক্ষমতা দেখিয়েছে। মনোয়ার ইকবাল বলেন, প্রাইডসিস গবেষণা আর উন্নয়নে গুরুত্ব দেয় বেশি। পণ্য নিখুঁত বা টেকসই না হলে প্রতিযোগিতার বাজারে আস্থা অর্জন করে টিকে থাকা সম্ভব নয়। সামনে ই–গর্ভনেন্সসহ নতৃন প্রযুক্তি ও সফটওয়্যার সেবায় আরও এগিয়ে যেতে চাই ও সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আমরাও অঙ্গীকারবদ্ধ।
×