ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জামালপুরে সেতুর পিলার দেবে ভেঙে পড়েছে ৬০ মিটার গার্ডার

প্রকাশিত: ১৯:১৮, ২৩ জুলাই ২০২০

জামালপুরে সেতুর পিলার দেবে ভেঙে পড়েছে ৬০ মিটার গার্ডার

নিজস্ব সংবাদাদাতা, জামালপুর ॥ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদীর ওপর নির্মিত ২০০ মিটার দীর্ঘ সেতুটি দেবে যাচ্ছে। ইতিমধ্যে গত তিনদিনে সেতু চারটি পিলার দেবে তিনটি গার্ডার ভেঙে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে সেতুটি ভেঙে পড়ায় সরিষাবাড়ী-মাদারগঞ্জের ২৫ গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। জানা গেছে, এলজিইডি ২০০৩-০৪ অর্থবছরে সরিষাবাড়ী উপজেলার শুয়াকৈর-হুদুর মোড় শাহাজাদা হাট এলাকায় ঝিনাই নদীর ওপর প্র্রায় দুই কোটি টাকা ব্যয়ে ২০০ মিটার দৈর্ঘ্যর একটি ব্রিজ নির্মাণের কার্যাদেশ দেয় এম এইচ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ২০০৬ সালে এই সেতুর নির্মাণ কাজ শেষ হয়। সেতুটি নির্মাণের ১৪ বছরের মাথায় মঙ্গলবার গভীর রাতে প্রথম দফায় সেতুটির দুটি পিলারসহ ২০ মিটার দৈর্ঘ্যের দুটি গার্ডার নদীগর্ভে বিলীন হয়ে যায়। একদিন পর বৃহস্পতিবার সকালে ওই সেতুর আরো দুটি পিলারসহ আরো একটি গার্ডার নদীতে বিলীন হয়ে যায়। স্থানীয়দের ধারণা সেতুটিতে নির্মাণজনিত ত্রুটি থাকায় ও প্রতিবছর পিলারগুলোর খুব কাছ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় আজকে সেতুটি দেবে গিয়ে বিলীন হতে শুরু করেছে। বালু উত্তোলনের বিষয়টি বারবার উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এবারের বর্ষা-বন্যায় সেতুটি সম্পূর্ণরূপে নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। এ ব্যাপারে এলজিইডির সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী মো. রকিব হাসান জনকণ্ঠকে বলেন, কেন সেতুর পিলার দেবে এবং গার্ডার ভেঙে পড়ে যাচ্ছে বন্যার জন্য নদীতে পানি থাকার কারণে এখনি এর কোন কারণ বলা যাচ্ছে না। বন্যার পানি কমলে বলতে পারবো। এছাড়া আমরা একটি লিখিত প্রতিবেদন এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠিয়েছি। সেখান থেকে সেতু এক্সপার্ট টিম আসবে। তারা এসে পরীক্ষা করে বলতে পারবে যে কেন সেতুটি দেবে যাচ্ছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
×